সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠন বাংলাদেশ ও আদর্শ মানব কল্যাণ ব্লাড ব্যাংক।
শুক্রবার সকাল থেকে জেলা স্টেডিয়াম এলাকায় এ ক্যাম্পেইন করে তারা।
এরআগে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদনে প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল হক রানা, সাধারণ সম্পাদক নুরুল আমিন নিরব, ব্লাড ব্যাংকের সভাপতি মাসুদুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক হৃদয়,সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির এর সভাপতি মাহবুব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন , ব্লাড ব্যাংক এর সিনিয়র সহ সভাপতি ছায়েদ মোহাম্মদ সৌরভ, ব্লাড বিষয়ক সম্পাদক নাহিম আহমেদ রানা,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ষতানিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য রিয়াদ হোসেন, হাসিব বিন মুহিব, অন্তর, মাহাতাব, রিদয় দেবনাথ, রুপম সহ প্রমুখ।