নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এ আয়োজন করা হয়। আগামী ২৭ডিসেম্বর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। ১ম থেকে ৩০জনকে পুরস্কার প্রদান করবে প্রতিষ্ঠানটি।
এ প্রযোগিতার সমন্বয়ক ও প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সনের ইনচার্জ রাশেদা মারজান বীনা বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা এমন আয়োজন করে থাকি। এ বছরও আমরা চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে শিক্ষার্থীরা স্বাতঃফূর্ত অংশগ্রহন করেছে।