সংবাদদাতা: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শুরু হয়েছে বই উৎসব।
দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ রবিবার সকালে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বেড়ীর মাথা আদর্শ দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। রবিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বেড়ীর মাথা এলাকায় প্রতিষ্ঠানটি বই উৎসবের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব।
বেড়ীর মাথা আদর্শ দাখিল মাদরাসার পরিচালক গোলাম মোস্তফা স্বপনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়ীর মাথা ইসলামীয়া সমাজ কল্যান পরিষদ ও পাঠাগারের সাধারন সম্পাদক জামাল হোছাইন, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন নয়ন, সাইফ উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম লিটন, তাজুল ইসলাম, মাদরাসার সুপার শেখ ফরিদ প্রমুখ।