সংবাদদাতা; কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় স্কুল অডিটোরিয়ামে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
স্কুলের অধ্যক্ষ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আশফাক উদ্দিন শিপনের সঞ্চালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আবদুল্লাহ জাহিদ, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, শিক্ষক: শুভ কান্তি সেন, ফখরুল ইসলাম, রাশেদা মারজাহান বীনা, মোবারক হোসেন, সজিব হোসেনসহ প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে মানপত্র পাঠ করেন, নিফাজ হোসেন, জান্নাতুন নাঈমা ফাইজা এবং বক্তব্য দেন, জায়েদ আলম।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন; আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ। পড়াশুনার বিকল্প কিছু নেই। তাই পড়াশুনা করে মানুষের মতন মানুষ হতে হবে।