মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

অভিনব অন্ট্রাপেনর ফোরামের অভিনব আয়োজন

রিপোটারের নাম / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

হুসাইন মুহাম্মাদ রাসেল: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সীরাত বিষয়ক প্রতিযোগিতা আমার কলমে আমার নাবী ২০২২ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান এবং সেই সাথে অভিনবিয়ানদের মিলনমেলার আয়োজন করেছে অভিনব অন্ট্রাপেনর ফোরাম (ওএফ)।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পিটিআই সংলগ্ন সাবেক বিএড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহমাদ ফাহাদ ও লেখক হুসাইন মুহাম্মাদ রাসেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পাঠকপ্রিয় লেখক বোরহান উদ্দিন রব্বানী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল খাঁন সুজন, বইপড়া আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন রাব্বি, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব ইয়ামিন, কবি কামরুল হাসান হৃদয়, শিল্পী সিয়াম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গত ১ অক্টোবর ২০২২ থেকে ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত সীরাত বিষয়ের উপর দীর্ঘ এ প্রতিযোগিতা পর্যানুযায়ী আয়োজিত হয়। এতে বেশ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন, সেখান থেকে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়।

পরে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ