মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

YCL অনুর্ধ্ব-১৯ টুর্ণামেন্টে ডাক পেয়েছে লক্ষ্মীপুরের দুই ক্রিকেটার

রিপোটারের নাম / ৮১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার: ইয়ুথ ক্রিকেট লীগ অনুর্ধ্ব-১৯ টুর্ণামেন্ট ২০২২ এ ডাক পেয়েছে লক্ষ্মীপুরের দুই ক্রিকেটার মাজহারুল হক রুপম ও আহমেদ শরীফ। তারা লক্ষ্মীপুর অনুর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়।
আগামী ৯এপ্রিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টুর্ণামেন্টে রিপোর্ট করবেন তারা।
শরীফ এর আগে অনুর্ধ্ব-১৫জাতীয় দলের এবং দুজনেই অনুর্ধ্ব-১৬ জাতীয় দলের খেলোয়াড় ছিলেন।
রুপম ও শরীফের কোচ মোঃ মনির হোসেন জানান, প্রথমবারের মতো রুপম ও শরীফ ইয়ুথ ক্রিকেট লীগ অনুর্ধ্ব-১৯ টুর্ণামেন্ট ২০২২ এ ডাক পেয়েছে। সেখান থেকে বাছাইকৃতরা অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে।
এরআগে এ টুর্ণামেন্ট খেলেছে জাতীয় দলের হাসান মাহমুদ ও জাতীয় এইচপি টিমের নোমান চৌধুরী সাগর।
তিনি আশা ব্যক্ত করে আরো বলেন, রুপম ও শরীফ মেধাবী খেলোয়াড়। ওয়াইসিএল এ তারা ভালো করে যোগ্যতার প্রমাণ রাখবে এবং অনুর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ