শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

৫০ তম প্রজেক্টের মাইলফলক অতিক্রম এইচ.বি ডিজাইন এন্ড কনসালটেন্সির

রিপোটারের নাম / ১১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সংবাদদাতা: ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে উদ্বোধন হয় দালানকোঠা নির্মাণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এইচ.বি ডিজাইন এন্ড কনসালটেন্সি। ‘নির্মাণ করুন আপনার বাড়ি নান্দনিক ও নিরাপদ’ এই স্লোগানকে সামনে রেখে ভবন নির্মাণের ডিজাইন এবং তত্ত্বাবধান শুরু করে প্রতিষ্ঠানটি।

সেই থেকে এখন পর্যন্ত সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটি ৫০ টি ভবনের ডিজাইন করে। যা অতি অল্প সময়ে অনেক বড় অর্জন।

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মাহবুবুর রহমান হাসিব বলেন, “শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভবন নির্মাণে ডিজাইনের প্রতি মানুষের আগ্রহ একেবারেই কম। যার ফলে অধিকাংশ সময় মানুষ ডিজাইন, ক্যালকুলেশন এবং তত্ত্বাবধান ব্যতিত ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করে। যা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মানুষের জন্য অত্যন্ত বিপদজনক। তাই আমরা ডিজাইন করার জন্য গ্রামাঞ্চলকে বেছে নিই। আমরা চাই গ্রামাঞ্চল হয়ে উঠুক নিরাপদ আবাসস্থল এবং সেই সাথে নান্দনিকতা, আধুনিকতা এবং সৌন্দর্যের বিস্তার ঘটুক।”

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর – ইঞ্জি. মাহবুবুর রহমান হাসিব।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন – ইঞ্জি. আলমগীর হোসেন রাকিব।
ইলেকট্রিক এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার হিসেবে আছেন – ইঞ্জি. রাশেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ