মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীর উপর নৌকা সমর্থকদের হামলা

রিপোটারের নাম / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম (আনারস) এর কর্মী-সমর্থকের উপর হামলা ও নির্বাচনী পোষ্টার পেস্টুন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় হুমকি ধমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের আলোকে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মী সমর্থকরা চর রমনী মোহন ইউনিয়নের বিভিন্ন জায়গায় পোষ্টার ফেস্টুন লাগাচ্ছিলেন। এসময় নৌকার প্রার্থী আবু ইউসুফ ছৈয়ালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আবু ইউসুফের সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং পোষ্টার ফেস্টুন ছিনিয়ে নেয়। এছাড়াও তাদেরকে হুমকি ধমকিও প্রদান করা হয়।
মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্র নির্বাচন করায় নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি প্রদান করে। আজ আবার আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ