বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

আরিফের নতুন ঘর উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধি সুমন

রিপোটারের নাম / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: রাস্তা দিয়ে কেউ গেলে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ভবিষ্যৎ জীবন নিয়ে তিনি শঙ্কিত। ২০বছর আগে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হারিয়ে দুটি পা ও একটি হাত। জীবন সংসারে এখন টিকে থাকাই দ্বায়। মানুষের সহযোগিতায় কোনভাবে দিন যাপন করেন অসহায় সুমন হোসেন। তারই পাশে এসে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন আরিফ। অভাবের টানাপোড়নে ঝরাজীর্ন ঘরে বসবাস করা সুমন কে উপহার দিলেন নতুন ঘর। নতুন ঘর পেয়ে তিন সন্তানের জনক সুমন আবেগাপ্লুত।
লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের রামকৃষ্ণপুর আসলাম মেস্তুরি বাড়ির মৃত আবুল কালামের ছেলে সুমন। ৩সন্তান ও স্ত্রীকে নিয়ে জরাজীর্ন ও ভাঙ্গা ঘরে বসবাস করতো সে। তবে দুঃখের বিষয় বড় মেয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারাতœক আহত। টাকার অভাবে তারও চিকিৎসা হচ্ছে না দীর্ঘদিন থেকে।
জানা যায়, সম্প্রতি জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন আরিফ আসলাম মেস্তুরি বাড়ির রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে সুমনের ঘরটি দেখতে পান। পরে সুমনের খোঁজ খবর নিয়ে তার ঘরটি করে দেওয়ার আশ্বাস দেন। এতে প্রায় ১লাখ টাকা ব্যয়ে ঘরটি নির্মান শেষ করেন আরিফ। বৃহস্পতিবার বিকালে শাখাওয়াত হোসেন আরিফ সরেজমিনে গিয়ে নবনির্মিত ঘরটি পরিদর্শন করেন এবং শারীরিক প্রতিবন্ধি সুমনের পরিবারের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, জুয়েল চৌধুরী, মোবারক হোসেন, মোঃ রিগ্যান, শাহজাহান, পরান হোসেন, আশিক আহমেদ, নুরুজ্জামান জেবু, শাকিল, মাহফুজুর রহমান প্রমুখ।
শাখাওয়াত হোসেন আরিফ বলেন, এটি আমাদের ১৫নাম্বার ঘর। এরআগে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারকে আমরা ১৪টি ঘর উপহার দিয়েছি। দেশ বিদেশের শুভাকাংখিদের সহযোগিতায় আমরা অসহায়দের ঘর তৈরি করে দিতে পেরে শুকরিয়া আদায় করছি। আশা করি আমাদের এমন কর্মসূচি চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ