বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক কাউছার, জানাযা ও দাফন সম্পন্ন

রিপোটারের নাম / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: এটিএন বাংলা ও এটিএন নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো.কাউছার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ কাউছার তিন সন্তানের জনক। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে দীর্ঘ দিন লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে প্রথম জানাজা নামাজ ও সকাল ১০টায় লাহারকান্দিস্থ মরহুমের নিজ বাড়িতে ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক কাউছার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপশম হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ