মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

রিপোটারের নাম / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি: মাদরাসা সহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন, সহকারী অধ্যাপক হতে অনুপাত প্রথা বাতিল, সম্মানজনক বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা হলরুমে জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
সভায় জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরোজ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, কে এম শামীম, এলিন তালুকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কামরুন্নাহার, যুগ্ম মহাসচিব জহিরুল হক, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষক প্রশিক্ষন সম্পাদক ইউসুফ ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সালেহ উদ্দিন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ জিয়া উদ্দিন।
এছাড়াও জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ