শিরোনাম
তমিজ উদ্দিন ক্রীড়া চক্রের কমিটি গঠন লক্ষ্মীপুরের চৌরাস্তা ক্লাবের আংশিক কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প লক্ষ্মীপুরে ত্রাণ দিতে গিয়ে বিএনপি নেতা লাঞ্ছিত রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের কাছে ছাত্রদল নেতা মেরাজ চৌধুরী লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ বন্যা কবলিত মানুষের পাশে ‘জাগ্রত মানবতা’
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব সংবাদদাতা: যুব সমাজকে মাদক, ইভটিজিং সহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরে আয়োজিত হয়েছে বোস প্রফেসার ডাঃ আব্দুল মতিন চৌধুরী এসপিএল শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট। রবিবার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে নন্দনপুর মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাদামতলী একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বটতলী ওয়ারিয়র্স। ন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত ১২মার্চ ১২টি দলের অংশগ্রহনে এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ আখতার মতিন চৌধুরী।

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবটির প্রধান উপদেষ্টা আব্দুল্যাহ্ আল মামুন চৌধুরী বাবর, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নুর আলম মোহন প্রমুখ।

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহফুজ আলমের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিজানুর করিম লিটন, সাবেক সভাপতি মোবারক হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান করিম রঞ্জু,সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন খোকন, প্রচার সম্পাদক ফয়সাল কবির সহ ক্লাবটির অন্যান্য সদস্যবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যেমন যুবক সমাজকে অপরাধ থেকে দূরে রাখে তেমনই মন মানসিকতার উন্নতি ঘটায়। নিয়মিত খেলাধুলা শরীর মন ভালো রাখে। নিয়মিত খেলাধূলা চর্চা করতে হবে। আশা করি এ ধরনের টুর্ণামেন্ট চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ