ফয়সাল কবির: লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ নির্বাচিত হলেন ০৫ ওয়ার্ডে মেম্বার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃওমর ফারুক।
ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ০৫নং ওয়ার্ডের মেম্বার ও নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোল্লা মোঃওমর ফারুক বলেন, আমি আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি, কৃতজ্ঞতা জানাই ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সহ পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি, যাদের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি। আমি আমার আমার উপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।