বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি

রিপোটারের নাম / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহেনারা পারভীন এর বিরুদ্ধে প্রচার প্রচারনায় বাধা, হত্যার হুমকি সহ নানান অভিযোগ আনেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উল্যা জিসান পাটোয়ারী (আনারস প্রতীক)। বুধবার রাত ১১টার দিকে ফয়েজ উল্যা জিসান পাটোয়ারী তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, নৌকার প্রার্থীর লোকজন জনসম্মুখে অস্ত্র মহড়া দিয়ে আতংক সৃষ্টি করছে। আমার লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিয়ে আসছেন।এছাড়া প্রচার প্রচারনায় বাধা সহ নির্বাচনী পোষ্টার ছিঁড়ে ফেলছেন ও আমার কর্মীসহ বিভিন্ন মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

আগামী ২৮ নভেম্বর লামচর ইউনিয়নে প্রশাসনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন কামনা করি এবং যারা আতংক সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ