স্টাফ রিপোর্টার: “বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগীতার বন্ধনে, এসো বন্ধু মানবতার কল্যাণে” এ স্লোগানে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন নিভৃত আলো বাংলাদেশের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর ঐতিহ্য চাইনিজ রেষ্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সেবা প্রদান কমিটি ও লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে নিভৃত আলো বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আমির আহম্মেদ রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মোঃ হাসিবুল সিদ্দিক, সবুজ বাংলাদেশের প্রাক্তণ সভাপতি এসএম আওলাদ হোসেন, বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সোসরিজের কোষাধ্যক্ষ মোঃ সালেহ আহম্মেদ রুবেল, সংগঠনটির স্থায়ী সদস্য মোঃ মহি উদ্দিন ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন নিভৃত আলো বাংলাদেশের সভাপতি মোঃ সোহরাব হোসেন জনি ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সভাপতি আকবর মুন্না।