নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহরের কালু হাজী রোডস্থ দৃষ্টি প্রতিবন্ধী হাফেজীয়া মাদ্রাসায় এ আয়োজন করেন তিনি।
বাবর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের পদপ্রত্যাশী।
জাতীয় শোক দিবসে এছাড়াও কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন সাবেক এ ছাত্রনেতা।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটাওয়ারি, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়া, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা এডভোকেট সুমন নাগ এবং ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।