বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সাম্প্রদায়িক হামলা রুখতে প্রশংসনীয় প্রদক্ষেপ রেখেছেন পুলিশ সুপার কামরুজ্জামান

রিপোটারের নাম / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে শান্তিশৃংঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রেখেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে তিনি ছিলেন শক্ত অবস্থানে। পাশ্ববর্তী জেলা নোয়াখালী ও ফেনীতে যখন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে তখন লক্ষ্মীপুর পুলিশ সুপার কামরুজ্জামানের সতর্ক অবস্থানের কারনে লক্ষ্মীপুরে এমন কোন ঘটনা ঘটে নি। পূজা ও সনাতন ধর্মীয় অনুষ্ঠানে নিজে স্বশরীরে থেকে সহযোগিতা সহ সাহস যুগিয়েছেন।
বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শহরের শ্যাম সুন্দর জিউর আখড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ড.এএইচএম কামরুজ্জামান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটনে যোগদান করবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এড. রতন লাল ভৌমিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী কাজী বন্যা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল।
বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শৈবাল কান্তি সাহা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জহর লাল ভৌমিক, জেলা সভাপতি শংকর মজুমদার, সাধারন সম্পাদক স্বপন চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শিমুল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি শিপন মজুমদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল, সাধারন সম্পাদক বানু নাগ, যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারন সম্পাদক ঝুটন কুরী প্রমুখ।
পরে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ