মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

আসছে কাদের মাজহারের দ্বিতীয় বই ‘মায়াবিনী জোছনা’

রিপোটারের নাম / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

হোসাইন মুহাম্মাদ রাসেল: অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ কে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের তরুণ লেখক কাদের মাজহারের দ্বিতীয় বই ‘মায়াবিনী জোছনা”।
বইমেলা কেন্দ্রিক প্রকাশ হলেও বইটি হাতে আসবে আগামী মাসেই।

রোমান্টিক কাব্যের এই বইটির প্রচ্ছদ করেছেন আসমানী গুলতেকিন। বইটির প্রকাশক ফজলুর রহমান বকুল এবং প্রকাশনা প্রতিষ্ঠান নব সাহিত্য প্রকাশনী।

বইটি নিয়ে আশাবাদী লেখক কাদের মাজহার। তিনি জানান, আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হলে বইকে ভালোবাসতে হবে। বইয়ের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। সাহিত্য জগতে আমি কোনো বড় লেখক নই। তবে নিজের মধ্যে লেখক সত্ত্বাকে ধারন করি। মনের আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, চরম দুর্দশা ও একাকিত্বে ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলোকে মলাটবন্ধি করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বইটিকে সবাই আপন করে নিবেন এই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ