হোসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান “বায়তুল হিকমাহ আদর্শ পাঠাগার” এর আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে রাধাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যান ফেডারেশনের সভাপতি হেদায়েত হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মেশকাতুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন, রাধাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন শামীম, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মাওলা, সিরাজুম মনির সোহাগ, মাওলানা ইসমাইল হোসেন, নোয়াখালী টিভির পরিচালক সাফায়াত সাকিব, সংগঠক ফয়সাল মাহমুদ, অগ্রযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মাদ রাসেল।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ আদর্শ পাঠাগার এর যুগ্ম সাধারণ সম্পাদক মেছবাহুর রহমান শান্ত, ওমর ফারুক শুভ, প্রচার সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাসেল, সম্মানিত সদস্য আল আমিন সাকিব, কার্যনির্বাহী সদস্য নাহিয়ান বাহার রিজভী, সদস্য এম এ অনিক।
উল্লেখ্য রাধাপুর উচ্চ বিদ্যালয়, হাবীবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং বড়ালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে চূড়ান্ত ১৫ জন বিজয়ীর মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং সর্বোচ্চ নাম্বারধারী ৪০ জনকে স্বান্তনা পুরষ্কার দেওয়া হয়।
এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই, সনদ ও নগদ টাকা তুলে দেওয়া হয়।