বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে

রিপোটারের নাম / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতার ইতিহাস বিকৃতির পথ পরিষ্কার করতে চেয়েছিলো স্বাধীনতার বিরোধী শক্তি। বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মূছে ফেলা ছিলো তাদের মুল লক্ষ্য। কিন্তু তাদের আশা পূরণ হয় নি। বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে বাঙালির হৃদয়ে অমর হয়ে রয়েছেন। ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব বলেন।
বৃহস্পতিবার দুপুরে আমরা ক’জন মুজিব সেনা লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আমরা ক’জন মুজিব সেনা লক্ষ্মীপুর সভা পরিচালনা সদস্য কবি মুজতবা আল মামুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা এ এফ জসিম উদ্দিন আহমেদ, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন বাচ্চু, সাবেক ইউপি সদস্য মোঃ শামছুল ইসলাম বাবু, মাহবুবুল আলম বাবু, সাবেক ছাত্র নেতা সোহাগ পাটোয়ারী, জালাল উদ্দিন রুমি, আমজাদ হোসেন আজিম, কাজী শাকিল প্রমুখ।

সভায় অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু এবং চার নেতার কৃতিত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ