মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ফায়ারফ্লাই শিক্ষাবৃত্তি পেলেন ২২০জন শিক্ষার্থী

রিপোটারের নাম / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ফায়ারফ্লাই শিক্ষাবৃত্তি পেয়েছে ২২০জন শিক্ষার্থী। এতে অংশগ্রহন করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২১ জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেনীতে মেধা তালিকায় ১ম হয়ে ল্যাপটপ অর্জন করেন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের জিন্নিরাহ আহমেদ। শুক্রবার সকালে শহরের সোনার বাংলা রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এতে সহযোগিতায় ছিলে অগ্রনী ক্যাডেট কোচিং।
অনুষ্ঠানে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তণ অধ্যক্ষ লে. কর্ণেল রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ তুলে দেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন, ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রুপালী প্রভা নাথ, মান্দারি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
সাংস্কৃতিককর্মী মারজাহান চৌধুরী শিমু ও রাফি নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ