নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সোনার বাংলা চাইনিজে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সূচনা সঙ্গীত পরিবেশনা করা হয়। পরে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি রাজ বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ঝুটন কুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. রতন লাল ভৌমিক, সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক গৌতম মজুমদার, সদস্য এড. শৈবাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারন সম্পাদক স্বপন নাথ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিমুল সাহা, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল, সাধারন সম্পাদক ভানু নাগ প্রমুখ। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ সহ জেলা যুব ঐক্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।