হুসাইন মুহাম্মাদ রাসেল: ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাব্রতী নেতৃত্বে ক্ষুধামুক্ত ও আত্ননির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির গণজাগরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে ও হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় গত ১২ ডিসেম্বর শহরের জেমস হলরুমে এ ট্রেনিংয়ের কার্যক্রম শুরু হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ট্রেনিংয়ে সমাপ্ত ঘটে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা অঞ্চলের সমন্বয়ক জারিফ অনন্ত ও হাঙ্গার প্রজেক্ট কুমিল্লা অঞ্চল সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন এর পরিচালনায় টানা তিনদিন যুব নেতৃত্বের নানান বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ জাতীয় ফোরাম সদস্য রাজীব হোসেন রাজু’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তর মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় ফোরামের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর মোহাম্মদ হানিফ, কুমিল্লা অঞ্চল সমন্বয়ক ইসমাইল খান সুজন।
এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর হুসাইন মোহাম্মদ রাসেল, যুগ্ম কো-অর্ডিনেটর রেদওয়ান হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সমাপনী আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।