মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্টের চারদিন ব্যাপী ইউডিআরটি ট্রেনিং অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

হুসাইন মুহাম্মাদ রাসেল: যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে এবং প্রশিক্ষিত যুব শক্তির মাধ্যমে ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটি’র আয়োজনে চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ইউনিট ডিজেস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) ট্রেনিং।

গত ১২ ডিসেম্বর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ২৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে এ ট্রেনিং এর উদ্বোধন হয়।
প্রশিক্ষক জিয়াউল হক, মোঃ মুসা ও সানুচিং মারমা বিথীর পরিচালনায় চারদিনে দ্রুত দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছানো, ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করাসহ নানান বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে মধ্য দিয়ে ট্রেনিং কার্যক্রম সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে এসোসিয়েট ভলান্টিয়ার ইজাজ আহমেদ আপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এড. জসিম উদ্দিন, জেলা ত্রাণ ও পূর্বাসন কর্মকর্তা মু. ইউনুস মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসনে ভূঁইয়া আজাদ, সেলিম উদ্দিন নিজামী, মামুনুর রশিদ, আকতার হোসেন সাগর, ইউনিট অফিসার নাসরিন আক্তার।

পরে আলোচনা সভা শেষে প্রশিক্ষক ও পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ সেরা তিন অংশগ্রহণকারী পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ