নিজস্ব প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়।
এতে ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ছৈয়াল।
এছাড়া উপস্থিত ছিলেন নিবার্হী কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।