বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ওয়ামী’র বৃত্তি পরীক্ষায় ৪হাজার শিক্ষার্থীর অংশগ্রহন

রিপোটারের নাম / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুলসমূহের অ্যাসোসিয়েশন ওয়ামী’র বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার জেলার ১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ৪ হাজার ১শ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সু-শৃঙ্খলভাবে সকাল ৯টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ১ম গ্রেডে ১৫’শ টাকা, ২য় গ্রেডে ৫শ টাকা, ৩য় গ্রেডে ২শ টাকা হারে নগদ বৃত্তি ও সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করা হবে। আগামী ১ জানুয়ারি এ পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওয়ামী) কর্তৃপক্ষ।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রাইভেট স্কুল সমূহের অ্যাসোসিয়েশন ওয়ামী গত ১০বছর যাবত বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। এ বছর ১ম থেকে ৫ম শ্রেণীর প্রায় ৪হাজার ১’শ শিক্ষার্থী অংশগ্রহন করেছে। আমরা মনে করি সম্পূর্ন নিরপেক্ষা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ