হুসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বেটার সোসাইটি।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে পৌর ১৪ নং ওয়ার্ড আবু মাওলানার মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মিজানুর রহমান দয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন।
সংগঠনের মুখপাত্র রেদোয়ান মুহাম্মদ সাইমুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবক বাবর হোসেন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদ হাওলাদার,
যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার কাউছার আলম, ক্রিয়া সম্পাদক রাজিব হাওলাদার, উপ অর্থ সম্পাদক মোঃ রেদওয়ান হোসাইন।
এসময় বক্তারা অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ক্লাস টপার কিংবা এ প্লাসের জন্য নয়, প্রকৃত শিক্ষা অর্জনের জন্য পড়াশোনা করতে হবে। কতটুকু শিক্ষা নিজের মধ্যে ধারণ করা যায় তাই মূল বিষয়।
পরে সবাইকে মিষ্টান্নভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।