বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

রিপোটারের নাম / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্বপন দেবনাথকে সভাপতি ও শিমুল সাহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে দুপুরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়৷ জেলা শহরের শ্যামসুন্দর জিউর আখড়ায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক এ সম্মেলনের উদ্বোধন করেন।
সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর সভাপতি রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা, রাজ বিজয় চক্রবর্তী ও ঝুটন কুরি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ