শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে উলামা মাশায়েখ সমাবেশ ও ওয়াজ মাহফিল

রিপোটারের নাম / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে উলামা মাশায়েখ সমাবেশ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ডিসেম্বর) আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্যাহ ফাউন্ডেশনের আয়োজনে মোহাম্মদ নগর মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দিনব্যাপি এ আয়োজন করা হয়। সকাল থেকে উলামা মাশায়েখদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গন। এসময় সকল উলামা শাখায়েখদের জন্য দোয়া মোতাজাতও করা হয়। পরে তাদের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্যাহ ফাউন্ডেশন। উলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা হারুণ আল মাদানীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উলামা মাশায়েখদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ন মুফাসসেরে কুরআন আল্লামা লুৎফুর রহমান।
লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্যাহ’র আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল জামেয়াতুল ইসলামিয়াতুল আহলিয়াহ আমানতপুর এর পরিচালক মাওলানা মুশাররাফ হোছাইন, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকী, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস এর মুহাতামিম মাওলানা মুফতি মামুনুর রশিদ, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার মুহাতামিম মাওলানা আবু তাহের, দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, আলাদাদপুর রাব্বানিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী প্রমুখ।
পরে বিকাল থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এছাড়া উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ন ওলামায়ে কেরামগন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ