বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর নতুন নেতৃত্ব গঠিত

রিপোটারের নাম / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

হুসাইন মুহাম্মাদ রাসেল: জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ২০২৩ সালের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাকিব আহমাদ।
কমিটির অন্যান্য সদস্য নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ আসিফ আহমেদ, হিউম্যান রিসোর্স অফিসার পদে ওয়াজেদ হোসেন ইমন, ট্রেজারার পদে তাহমিনা তাসনিম, প্রজেক্ট অফিসার পদে মোঃ সাইফুর রহমান, পাবলিক রিলেশন অফিসার পদে মোঃ ফয়েজ হোসেন।

গত ২৯ ডিসেম্বর ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর একযোগে ৬৪ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুরে তৃতীয় বারের মতো ২০২৩ সালের বোর্ড নির্বাচন সম্পন্ন হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর কমিটি মেম্বাররা ভোটাধিকার পায়। তাদের মেইলের মাধ্যমে একটি লিংক প্রদান করা হয় এবং উক্ত লিংকে প্রবেশ করে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ