বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ব্যবসার মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা শুরু: ব্যবস্থাপনা পরিচালক

রিপোটারের নাম / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু লক্ষ্মীপুর থেকে। প্রতিষ্ঠানটির প্রথম সংগঠন ও বীমা এ জেলা থেকে শুরু হয়। পর্যায়ক্রমে যা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তে আইপিএল শিমুল লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জালালুল আজিম এসব কথা বলেন।
এছাড়া তিনি বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লক্ষ্মীপুরে ভালো ব্যবসা করে যাচ্ছে। প্রগতি লাইফের বিভিন্ন সেক্টরে লক্ষ্মীপুর নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের ব্যবসায় উন্নয়নে দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, দুজনই লক্ষ্মীপুরের। লক্ষ্মীপুরে দক্ষ সংগঠক রয়েছে। আবু তালেব হালানের মতো সংগঠকরা দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইন্স্যুরেন্স জগতে প্রগতি একটি ব্যান্ড। নতুন নতুন প্রকল্প নিয়ে প্রগতি এগিয়ে যাচ্ছে। ২০৪১সালের মধ্যে বাংলাদেশ যেহেতু উন্নত বিশ্বে পরিণত হবে, সেহেতু বীমা শিল্পকে এগিয়ে নিতে প্রগতি সংকল্পবদ্ধ। আগামীতে যে কোম্পানি ভালো সেবা দিবে তারাই টিকে থাকবে। চ্যালেঞ্জিং এ মুহুর্তে প্রগতি এগিয়ে যাচ্ছে। এসময় তিনি প্রগতির সকল কর্মীদের প্রতি আহবান জানান যাতে সকলের কাছে বীমার প্রয়োজনীতা তুলে ধরেন।
উন্নয়ন সভায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু তালেব হালান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ।
এজিএম মোস্তফা কামালের পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, জিএম আনোয়ার হোসেন ঢালী, মোরশেদ আলম, আবু তয়েব রিয়েল, ডিজিএম আজমির হোসেন, জাকির হোসেন, নুর সুলেমাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ