নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার অল-হুদা মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে “এতিম শিক্ষা সিজন-০১” এমন ইভেন্টের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের মাঝে কিছু তরুণ এ শিক্ষা উপকরণ তুলে দেন।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এতিম শিক্ষা সিজন-০১ এর সমন্বয়ক বন্ধু ব্লাড ডোনেট ক্লাব এর মুখপাত্র মুহাম্মাদ ইসমাইল হোসাইন রাসেল এর সভাপতিত্বে ও যুগ্ন সচিব- শোরাফ উদ্দিন স্বপনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হলি গ্রুপের সিইও নুরুল হুদা।
তিনি বলেন, আপনাদের এমন আয়োজন এতিম ও অনাথ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সুন্দর সহযোগীতা করবে। আপনাদের জন্য শুভ কামনা। এ সময় ১২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কুরআন, পাঠ বই, চক, শ্লেট, ডাস্টার, ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেনঃ মাও. শাহাদাত হোসাইন সোহেল, স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদাতা শামিম হোসাইন, মেরিনার লাবিদ আহামেদ ফয়সাল, শরিফুল ইসলাম আশিক, বাপ্পি চৌধুরী প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন কমলনগর ইসলামিক রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা নোমান সিরাজী। যারা এই প্রজেক্টে দান করেন তাদের জন্য বিশেষ করে দোয়া করা হয়।
কার্যক্রমটি চলমান থাকবে বলে জানান উদ্যোক্তারা।