মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন অপরিসীম-মেয়র মাসুম ভূঁইয়া

রিপোটারের নাম / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার: আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ার মাঝেই খেলাধুলা সীমাবদ্ধ। একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা থাকতে হবে। শনিবার লক্ষ্মীপুরে ইলেভেন কেয়ার একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিশুদের প্রতি নজর রাখতে হবে। শিশুদের সব আবদার রাখা যাবে না। যেটা তাদের জন্য ভালো হবে সে বিষয়টি গুরুত্ব দিতে হবে। শিশুরা যাতে শারীরিক ও মানসিক ভাবে সমান তালে বেড়ে উঠে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, বিদ্যালয়ের মানেজিং কমিটির সদস্য আশরাফুন্নাহার তানিয়া প্রমুখ।
পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ