নিজস্ব প্রতিনিধি: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে ২টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার জনতার ঘরে এ গরু প্রদান করা হয়।
এসময় শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুর রশিদ, ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মোঃ আব্দুল হাই, পৌর সমাজকর্মী গোলাম কিবরিয়া, প্রশিক্ষক আবুল বাসার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ।
শহর সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর এলাকায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এরআগে ৩১টি পরিবারের মাঝে গরু বিতরন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানা যায়।