মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের উদ্যোগে পিঠা উৎসব

রিপোটারের নাম / ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
mde

স্টাফ রিপোর্টার: গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলি কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে অক্সফোর্ড মডেল কলেজে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
৭ টি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। উৎসবে স্থান পেয়েছে নকসি পিঠা, পাটিসাপটা, ভাঁপা পিঠা, হৃদয় হরণ পিঠা, ঝিনুক পিঠা, ডাল ও তালের পিঠা সহ প্রায় শতাধিক পিঠার সমারোহ।

কলেজে প্রথমবারের মতো এমন আয়োজন করায় খুশি সাধারণ শিক্ষার্থীরাও। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন এমন আয়োজন প্রতিবছর হোক।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন অক্সফোর্ড মডেল কলেজের চেয়ারম্যান প্রফেসর জেডএম ফারুকী, অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাছের শ্যামল, হলি গার্লস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম সুমন সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
কর্তৃপক্ষ জানায় নতুন প্রজন্মকে গ্রাম বাংলার বিভিন্ন পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজনের উদ্যোগ নেন তারা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ