বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

বাসে চাঁদাবাজি বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

রিপোটারের নাম / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: যমুনা বাসে লক্ষ্মীপুর টু ফেনী রুটে চাঁদাবাজি বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে যমুনার সাধারন বাস মালিক ও শ্রমিকবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, যমুনা বাসের মালিক হাবীবুর রহমান, ড্রাইভার জাবেদ পাঠান, শ্রমিক নেতা রাজীব আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।
এসময় তারা বলেন, লক্ষ্মীপুর টু ফেনি রুটে বাস চালানোর জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করি এবং নির্বিগ্নে যাতে এ রুটে যাত্রী সেবা দিতে পারি সে কামনা করি।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ