স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মো: আনোয়ার হোসাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এরআগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের জনতা।