বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের জনসভা

রিপোটারের নাম / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বিশাল জনসভা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লক্ষ্মীপুর জেলা শাখা।

বুধবার (৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জাতীয় পরিষদ সদস্য মোঃ হানিফ চৌধুরী, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ পুর থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভুঁইয়া মান্না, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা,পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ