নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৫মার্চ কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মহিউদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক মো: কাজী বাকের হোসেন নিশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩মাসের জন্য ফলকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
কমিটিতে আহবায়ক মো: রাকিবুল হাসান রাকিব ও ১ম যুগ্ম আহবায়ক মো: ইউসুফ।
বাকিরা হলেন, যুগ্ম আহবায়ক মো: সুমন হোসেন, রাকিব হোসেন জীবন, আলাউদ্দিন, সদস্য মো: সফিক, মো: বাহার হোসেন, মো: যোবায়ের, মো: সোহাগ।