নিজস্ব প্রতিনিধি: কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের ২০২৩সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির হলরুমে এ আয়োজন করা হয়।
এতে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুফিদুল ইসলাম, রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আবদুল্লাহ জাহিদ, আইডিয়াল আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসেন মোল্লা, কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের পরিচালক ফখরুল ইসলাম স্বপন।
সহকারি শিক্ষক আশফাক উদ্দিন শুভ’র পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন ইংরেজী ভার্ষনের ইনচার্জ রাশেদা মারজাহান বীনা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংঙ্গীত পরিবেশিত হয়। পরে অতিথিদের বরণ করে নেন এসএসসি পরীক্ষার্থীরা।
অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সংগ্রাম কেবল শুরু। জীবনের প্রথম ধাপ মাত্র অতিক্রম করতে যাচ্ছো। এখন তোমাদের সামনে দেখার সময়। পিছনে দেখবে তবে পথ হারাবে। তোমাদের অধ্যাবসায় এবং পরিশ্রমই তোমাদের লক্ষ্যে পৌঁছে দিবে।