মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে অসহায় পরিবারের ঘরে পৌঁছে গেছে চেয়ারম্যান নজরুলের উপহার

রিপোটারের নাম / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে অসহায় আড়াই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ও এর আশে পাশে কয়েকটি ইউনিয়নের মানুষের জন্য তার এমন উদ্যোগ ছিল। গতানুগতিক লোক দেখা কর্মসূচি না করে চেয়ারম্যান নজরুল ইসলাম তার লোক দিয়ে বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এতে প্রশংসা কুড়াচ্ছেন এ চেয়ারম্যান।

জানা যায়, নজরুল ইসলাম চেয়ারম্যান হওয়ার আগেও তার পরিবার এলাকায় দানবীর হিসেবে পরিচিত ছিলো। জনপ্রতিনিধি হওয়ার পর থেকে তাদের সাহায্য সহযোগিতা আরো বেড়েছে। এলাকার খেটে খাওয়া ও অসহায় পরিবারকে নিয়োমিত সহযোগিতা করে যাচ্ছেন। তার অংশ হিসেবে এ রমজানে আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দেন। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানা যায়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো তেল, চিনি, ছোলা, খেঁজুর, আলু, পেঁয়াজ ও ১০কেজি করে চাউল।

নজরুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি ছাড়াও আমরা এলাকার মানুষের পাশে ছিলাম। এখন তো দায়িত্ব আরো বেড়েছে। তাই এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ