মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

গল্প বলা প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের জান্নাতুল মাওয়া

রিপোটারের নাম / ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৩ এর চট্টগ্রাম বিভাগ থেকে গল্প বলা প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে লক্ষ্মীপুরের জান্নাতুল মাওয়া। সে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং একই এলাকার ইসমাইল হোসেন সানি’র মেয়ে। তিনি পেশায় একজন স্বাস্থ্য সহকারী। এছাড়া তার মা রানুমা পারভীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার এমন অর্জনে বাবা-মা দুজনেই খুশি। তারা স্বপ্ন দেখেন জান্নাতুল মাওয়া জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। তার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন তার শিক্ষক, পাড়া-প্রতিবেশি ও আত্নীয় স্বজনরা।
জান্নাতুল মাওয়ার বাবা ইসমাইল হোসেন সানি বলেন, আমার মেয়ে গল্প বলা প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে। আমরা আশা করি সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। আমরা তার সফলতা কামনা করি।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ