স্টাফ রিপোর্টার: ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের টিকেট ও ভিসা প্রসেসিং সেবা নিয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো তায়্যিবা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস। রবিবার সন্ধ্যায় শহরের ভূমি অফিস সংলগ্ন চৌধুরী মার্কেটে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হাসান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, তায়্যিবা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান তাজু, ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক, আড়ং হেড অফিস ম্যানেজার মাসুদ আলম,প্রগতি লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা আব্দুল মান্নান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন, স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসা ডা: জাহিদ হোসেন, মনির হোসেন, আল আমিন প্রমুখ।