মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর নিউ হলি মিশন কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের ১যুগ পূূর্তি

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সংবাদদাতা: ভাষায় পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে স্বাবলম্বী হচ্ছে লক্ষ্মীপুরের বেকার যুবকেরা। লক্ষ্মীপুরের নিউ হলি মিশন কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে কোরিয়ান ভাষায় পারদর্শী হয়ে ১২ বছরে প্রায় ৪০০ যুবক দক্ষিণ কোরিয়াতে গমন করেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সহায়তায় কোরিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এবং ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে কোরিয়াতে এখন স্বাবলম্বী হয়েছেন অনেকে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে প্রতিষ্ঠানটির একযুগপুর্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক আবু নোমান আলতাফ এ তথ্য জানান।
তিনি জানান, ২০১০ সালে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় কোরিয়ান ল্যাংগুয়েজ প্রশিক্ষণ সেন্টারটির যাত্রা শুরু করেন তারা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় চারশ বেকার যুবক ভাষা প্রশিক্ষণ নিয়ে কোরিয়াতে গেছেন। তারা এখন সেখানে বিভিন্ন কোম্পানীতে কর্মরত আছেন। আর্থিকভাবে তাদের পরিবারে স্বচ্ছলতা এসেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাইমা ভূঁইয়া, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন শাহী সহ অনেকে।
অনুষ্ঠান ১৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ