মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

রিপোটারের নাম / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার: ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রক্তদাতা সংগঠন সমূহের প্রতিনিধিদের নিয়ে গঠিত লক্ষ্মীপুর এসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশন (লব্ধ) এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রক্তদাতাদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এমন আয়োজন সংগঠনটি।
এতে লব্ধের সভাপতি আবুল হাসান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, লব্ধের আজীবন সদস্য জিএম আলমাস, সাংবাদিক রবিউল ইসলাম, কবির হোসেন ফারাজ রানা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠক মনির হোসেন ফরহাদ, নিজাম উদ্দিন মোহন, ইসমাইল হোসেন রাসেল, মোঃ রাসেল, রুবেল হাওলাদার সহ লব্ধের কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এছাড়া লক্ষ্মীপুরের বিভিন্ন রক্তদাতা সংগঠন সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা রক্তদানের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতাসহ রক্তদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে আগামী এক বছরের লব্ধের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ