মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

৮দফা দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। ১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি একে এম মাহবুবুর রশিদ চৌধুরী, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
কামাল উদ্দিনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি জকি উদ্দিন, জহিরুল ইসলাম মানিক, সহ-সাধারন সম্পাদক কাজী হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত উল্যা, সহ-অর্থ সম্পাদক খিজির হায়াত, প্রচার সম্পাদক ফিরোজ কবির, সদর উপজেলা পূর্ব সভাপতি কামাল হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পশ্চিম সভাপতি আকরাম হোসেন পিন্টু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

 


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ