শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে পৌর মেয়রের ভিজিএফ সহায়তা পেলো ৫ হাজার পরিবার 

রিপোটারের নাম / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ সহায়তা পেলো লক্ষ্মীপুর পৌরসভার ৫ হাজার অসহায় পরিবার।। এতে প্রত্যেককে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ জুন) সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তাঁর নিজ বাসভবনের সামনের মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এতে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মিঠু ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলাল হোসেন কারী, সাবেক ছাত্রনেতা সুজন ভূইয়া প্রমূখ। 

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণের উদ্যোগ নেন। 

তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। 

এতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫ হাজার অসহায় পরিবার এ উপহারের আওতায় আসে।

তিনি আরো বলেন, সরকার সহায়দের পাশে দাঁড়াতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা দিয়ে আসছেন। এসব সহায়তা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ