রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

কুশাখালীতে স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ

রিপোটারের নাম / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

সংবাদদাতা: “বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে বৃক্ষরোপন করেছে স্বেচ্ছাসেবীরা।
গত সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন “আমার গ্রাম ফাউন্ডেশন ” এর উদ্যোগে ঝাউঢগী ও নুর-খাঁ গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় সংগঠনটি বৃক্ষরোপণ করেন। এছাড়া প্রত্যেকের বাড়ির আঙিনায়ও বৃক্ষরোপণের আহবান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হামিদ সুজন জানান, বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে না হয় ভুল।। উপকারের নেই যে শেষ , ফুলে-ফলে ভরব দেশ। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান।পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।’
এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির পথচলা শুরু করে। এর পর থেকে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ