মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সনাকের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

রিপোটারের নাম / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

হুসাইন মুহাম্মাদ রাসেল: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বাইশমারা মডেল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান উল্যাহ বাবুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
টিআইবি’র ইয়েস গ্রুপের ডেপুটি লিডার হুসাইন মুহাম্মাদ রাসেল ও এসিজি সমন্বয়ক মোঃ রিয়াদ হোসেনের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনোয়ার হোসেন কিরন, সনাক সদস্য আহমেদ হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের শ্যামল।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইয়েস লিডার কেএম সামিদুল ইসলাম, ইয়েস সদস্য ফুয়াদ হোসেন, আবু সালেহ, ফাল্গুনী আক্তার ও এসিজি সদস্যবৃন্দ।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ