নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫আগষ্ট) হামদর্দ লক্ষ্মীপুর শাখার আয়োজনে শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগিদের মাঝে ওষুধও বিতরন করেন হামদর্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডাঃ মোঃ লোকমান হোসাইন, মেডিকেল অফিসার ডাঃ নাদিয়া সুলতানা।
উপস্থিত ছিলেন হামদর্দ লক্ষ্মীপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ এমরান হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান, হাকীম মোঃ ফিরোজ উদ্দিন, হাকীম তাহমিনা তৈয়ব ও হামদর্দ লক্ষ্মীপুর শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।